22th June, 2025

আপনার ফোনের পাসওয়ার্ড জেনে গিয়েছে প্রতারকরা

TV9 Bangla

Credit -  PTI

সাইবার নিরাপত্তারক্ষীরা বলছে, এটা সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তা ছেদ। যার জেরে সংকটে বিশ্বের ১৬০ কোটি মানুষের সাইবার সুরক্ষা।

চলতি বছরের জানুয়ারি থেকে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত চালাচ্ছিল একটি সাইবার রক্ষীদের দল। তাদের তল্লাশি অভিযানে উঠে এসেছে এই বিরাট লঙ্ঘনের কথা।

এর ফলে কী প্রভাব পড়তে পারে? সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণের ফেসবুক, গুগল অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের তথ্য ফাঁস হয়ে যাবে।

ইতিমধ্যেই আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI, তাদের নাগরিকদের কোনও রকম অজ্ঞাত লিঙ্কে ক্লিক না করার জন্য সতর্ক করেছে।

এমনকি, যারা ভাবছেন তাদের iPhone রয়েছে, তাদের কোনও শঙ্কা নেই। তবে সেক্ষেত্রে বলে রাখা ভাল, তারা কার্যত ভুল। কারণ, এই নিরাপত্তা ছেদের প্রভাব পড়েছে অ্যাপেল অ্যাকাউন্টেও।

আপাতত ১৬০  কোটি নেটিজেনের সাইবার নিরাপত্তা সংকটে। এই পরিস্থিতিতে যদি আপনি এই ছেদের শিকার হয়ে থাকেন বা না থাকেন। নিজেকে আপাতত উদ্ধার বা নিরাপত্তা লঙ্ঘনের আগে কীভাবে রক্ষা করবেন?

ওয়াকিবহাল মহল বলছে, সাইবার হামলা কতটা রোখা যাবে, সেই নিয়ে সন্দেহ রয়েছে। তবে এই অবস্থায় দাঁড়িয়ে দু'টি কাজ গোটা পরিস্থিতি সামাল দিতে পারবে।

প্রথমত, ফেসবুক থেকে গুগল। ফোনের যা যা পাসওয়ার্ড রয়েছে, ইতিমধ্যেই সব পরিবর্তন করে ফেলুন।

দ্বিতীয়ত, গুগলে একটি টু স্টেপ ভেরিফিকেশন রয়েছে। তা সক্রিয় করে নেওয়া। এই দুই কাজ করলে কিছুটা হলেও প্রতারণা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।