2 FEB 2025
১ দিনের ASP, পদোন্নতি হতেই চাকরি ছাড়লেন পুলিশ, কেন জানেন?
credit:Getty Images
TV9 Bangla
'নায়ক' সিনেমার অনিল কাপুরকে মনে আছে তো? মাত্র এক দিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি! সিনেমাতে এই ঘটনা আকছার ঘটে থাকে, তাই বলে বাস্তবে?
গল্প মনে হলেও এটাই সত্যি। যদিও কেউ মুখ্যমন্ত্রী হয়। তবে মাত্র ২৪ ঘন্টার জন্য পদোন্নতি হয়েছিল অন্ধ্র প্রদেশের এক পুলিশ অফিসারের।
পদোন্নতি হয়ে চেয়ারে বসার ২৪ ঘন্টার মধ্যে সেই পদ ছাড়তে হল তাঁকে। না, না কোনও অন্যায় করেননি। অন্ধ্র প্রদেশের বাসুন্দা এল নাগেশ্বরী।
নতুন জেলা পার্বতীপুরম মান্যম তৈরি হওয়ার পরে সেই জেলার দায়িত্ব দেওয়া হয় নাগেশ্বরীকে। পদোন্নতি করা হয় অ্যাডিশনাল এসপি পদে।
এর আগে ডিএসপি পদে চাকরিরত ছিলেন এল নাগেশ্বরী। কিন্তু মুশকিল বৃহস্পতিবার তাঁকে পদোন্নতি দেওয়া হয় অ্যাডিশনাল এসপি পদে।
বয়স অনুসারে পরের দিন অর্থাৎ শুক্রবার ছিল তাঁর অবসর গ্রহণের দিন। ওপরতলার আদেশ অনুসারে বৃহস্পতিবার নতুন জেলার দায়িত্ব গ্রহণ করেন এল নাগেশ্বরী।
শুক্রবারে অবসর নেন চাকরি জীবন থেকে। অর্থাৎ মাত্র ২৪ ঘন্টার জন্য এএসপি পদে কর্মরত ছিলেন তিনি।
পড়াশোনা শেষ করে ১৯৮৯ সালে পুলিশের চাকরিতে যোগ দেন তিনি। অন্ধ্রপ্রদেশ ভাগের পরে তেলেঙ্গানায় কর্মরত ছিলেন তিনি।
আরও পড়ুন