মুখ্যমন্ত্রীদের টক্কর রাজস্থান-মধ্য প্রদেশে, হেভিওয়েট প্রার্থী আর কারা?
03 December 2023
রাজস্থানের হেভিওয়েট প্রার্থী অশোক গেহলট। তিনবারের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবারও সর্দারপুরা আসন থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন।
রাজস্থানে বিজেপির হেভিওয়েট প্রার্থী বসুন্ধরা রাজে। দুইবার রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন। এবার ঝালরপাটন থেকে প্রার্থী হয়েছেন তিনি।
কংগ্রেসের আরেক হেভিওয়েট প্রার্থী হলেন সচিন পাইলট। একসময়ে তিনি রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কংগ্রেসের টিকিটে টঙ্ক থেকে প্রার্থী হয়েছেন তিনি।
রাজস্থানের শিক্ষা মন্ত্রী গোবিন্দ সিং দোতাস্রা। তিনি কংগ্রেসেরস হয়ে লাচমনগড় থেকে প্রার্থী হয়েছেন।
মধ্য প্রদেশে হেভিওয়েট প্রার্থীদের তালিকায় প্রথমেই রয়েছেন মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনবারের মুখ্যমন্ত্রী তিনি। নিজের গড় বুধনি থেকেই প্রার্থী হয়েছেন এবার।
পিছিয়ে নেই কংগ্রেসও। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথতে চিঞ্চওয়াড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারও মধ্য প্রদেশ থেকে প্রার্থী হয়েছেন। দিমানি আসন থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি।
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী নরোত্তম মিশ্রও মধ্য প্রদেশ নির্বাচনে প্রার্থী হয়েছেন। দাতিয়া আসন থেকে প্রার্থী হচ্ছেন তিনি।
আরও পড়ুন