পড়ে গিয়ে শ্রাবণ মাস। বাঁক কাঁধে বেরিয়ে পড়েছেন শিবভক্তরা। যাচ্ছেন তারকেশ্বর। কিন্তু তাদের কাছে কী এই স্বপ্ন আসছে?
শাস্ত্রমতে এই মাসে স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয়। কিন্তু শিবের সেই ইঙ্গিত ধরতেই পারেন না অনেকে।
শাস্ত্র-জ্ঞানীরা বলছেন, অনেকেই স্বপ্নে সাপ দেখতে পান। তবে শ্রাবণ মাসে স্বপ্নে সাপ দেখার বিশেষ অর্থ রয়েছে। মনে করা হয় এটা শিবের আর্শীবাদ। এর অর্থ কোনও সুসংবাদ আসছে।
হতে পারে সম্পত্তি লাভ। পূর্ণ হতে পারে মনস্কামনা। তাই এমন স্বপ্ন দেখা মানে পরদিনই যান শিব মন্দিরে।
ধরুন আপনি স্বপ্নে দেখছেন খুব সুখের সঙ্গে গঙ্গাস্নান করছেন। তা হলে বুঝতে হবে যে আপনার জীবনে সুখ আসন্ন। এটি মহাদেবের পাপ মুক্তির ইঙ্গিত।
এই স্বপ্ন দেখলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাস্নান করতে হবে এবং শিবের মাথায় জল ঢালতে হবে। এই দিন নিরামিষ খাবার খেলে আরও উপাদেয়।
স্বপ্নে রুদ্রাক্ষ দেখতে পেলে বুঝবেন এটিও শিবের ইঙ্গিত। কারণ শ্রাবণে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা দেখতে পাওয়ার অর্থ মহাদেবের আর্শীবাদ।
স্বপ্নে যদি শিবলিঙ্গ আসে তা হলে নিজেকে ভাগ্য়বান মনে করবেন। এর অর্থ হল সৌভাগ্যের সময় শুরু হয়ে গেল।