16 JAN 2025

সবচেয়ে সস্তায় রেল টিকিট কী ভাবে বুক করতে হয় জানেন?

credit: Getty Images

TV9 Bangla

ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আমাদের দেশের লাইফলাইন হিসাবে বিবেচিত হয় এই রেল। প্রতিদিন কোটি কটী লোক ভারতীয় রেলে যাতায়াত করেন।

আগে টিকিট কাটতে রেলের কাউন্টারে লম্বা লাইনে দাঁড়াতে হতো। কিন্তু ডিজিটাল যুগে তাও বেশ সহজ হয়ে গিয়েছে।

এখন আপনি আপনার মোবাইল ফোন থেকে যে কোনও সময় যে কোনও জায়গায় বসেই অনলাইনে যে কোনও ট্রেনের টিকিট বুক করতে পারেন।

অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের সুবিধা প্রদান করে এমন অনেক মোবাইল অ্যাপস আজ উপলব্ধ রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী সেই অ্যাপ ব্যবহার করেন।

তবে অ্যাপগুলিতে টিকিট বুক করার সময়, অনেক ক্ষেত্রে অতিরিক্ত চার্জ দিতে হয়। যেমন সুবিধা ফি, এজেন্ট পরিষেবা চার্জ এবং পেমেন্ট গেটওয়ে চার্জ। ফলে টিকিটের দাম বেড়ে যায়।

আপনি কি জানেন এমন একটি উপায় আছে যার মাধ্যমে আপনি সহজে এবং সস্তায় ট্রেনের টিকিট বুক করতে পারবেন, এমনকি অতিরিক্ত চার্জ লাগবে না।

আপনি যদি ট্রেনের টিকিট অনলাইন কাটার সময় অতিরিক্ত চার্জের টাকা বাঁচাতে চান, তাহলে IRCTC-এর ওয়েবসাইট ব্যবহার করুন।  

টিকিট বুক করার জন্য এতে কোনও অতিরিক্ত চার্জ নেই। প্রাইভেট অ্যাপে টিকিট বুক করার সময়, আপনাকে আলাদা চার্জ দিতে হবে, যা টিকিটকে ব্যয়বহুল করে তোলে, কিন্তু এই ক্ষেত্রে সেই ঝঞ্জাট নেই।