17th May, 2025

ক্রাইমের তালিকায় শীর্ষে ভারতের কোন রাজ্য? নাম জানলে চমকে উঠবেন

TV9 Bangla

Pic Credit- Pinterest, Canva

ভারতের বিভিন্ন রাজ্যে নানা রকম ক্রাইম হয়। আপনি কি জানেন দেশের কোন রাজ্যে সবচেয়ে বেশি অপরাধ হয়? নাম শুনলে অনেকেই চমকে যেতে পারেন।

অপরাধের নিরিখে ভারতের কোন রাজ্য শীর্ষে? ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (NCRB) এর রিপোর্ট অনুযায়ী, ভারতের মধ্যে সবচেয়ে বেশি ক্রাইম রেট উত্তরপ্রদেশে।

অপহরণের দিক থেকে সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ। চুরি-ডাকাতিতে সবচেয়ে এগিয়ে দিল্লি। সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটে রাজস্থানে।

অনেকের অবাক লাগতে পারে, কিন্তু NCRB-র রিপোর্ট বলছে, ভারতের মধ্যে খুন বেশি হয় ঝাড়খণ্ডে। আর বেঙ্গালুরুতে হয় সবচেয়ে বেশি সাইবার জালিয়াতি।

NCRB এর রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশের ক্রাইম রেট 7.4 Per Capita। এই রাজ্যই অপরাধের নিরিখে শীর্ষে। দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশ। ক্রাইম রেট- 5.8 Per Capita।

এই তালিকায় উত্তরপ্রদেশ ও অরুণাচল প্রদেশের পর রয়েছে ঝাড়খণ্ড (ক্রাইম রেট 5.3 Per Capita)। অপরাধের দিক থেকে NCRB এর রিপোর্ট অনুযায়ী চারে মেঘালয়। এখানকার ক্রাইম রেট 5.1 Per Capita।

এরপর রয়েছে দিল্লি। রাজধানীর ক্রাইম রেট 5.0 Per Capita। অসম, ছত্তিসগঢ়ের ক্রাইম রেট যথাক্রমে 4.4 Per Capita ও 4.0 Per Capita।

হরিয়ানা এবং ওড়িশার ক্রাইম রেট একই। এই দুই রাজ্যের ক্রাইম রেট হল 3.8 Per Capita। এবং অন্ধ্রপ্রদেশে তুলনামূলক ভাবে কম ক্রাইম হয়। এখানকার ক্রাইম রেট 3.6 Per Capita।