বাড়িতে সর্বাধিক কত টাকা রাখা যায়? জেনে নিন সরকারি নিয়ম
TV9 Bangla
Pic Credit- Freepik, Getty Images, Own Photograph
গত কয়েক বছরে আমজনতা একাধিকবার দেখেছে একখানা দৃশ্য। তা হল কোনও শিল্পপতি বা রাজনৈতিক নেতার বাড়িতে হচ্ছে আয়কর, সিবিআই বা ইডির হানা।
আর সেই সময় উদ্ধার হয় কোটি কোটি টাকা। এ বার প্রশ্ন হল নিজের বাড়িতে কত টাকা রাখা যায়? জানেন সরকারি নিয়ম এক্ষেত্রে কী বলছে?
আসলে বাড়িতে কত নগদ অর্থ রাখা যায়? তা নিয়ে অনেকেরই নানা ভুল ধারণা রয়েছে। আয়কর আইন অবশ্য, এর কোনও ঊর্ধ্বসীমা নেই।
অর্থাৎ সরকারি নিয়ম বলছে, একজন ব্যক্তি যত খুশি টাকা নিজের কাছে বা বাড়িতে রাখতে পারেন। কিন্তু অবশ্যই সেই টাকার আয়ের উৎস বৈধ হতে হবে।
একইসঙ্গে যে ব্যক্তির বাড়ি থেকে এই টাকা উদ্ধার হবে, তার খুঁটিনাটি আয়কর রিটার্নের তথ্যে উল্লেখ থাকা জরুরি।
যদি আয়ের নির্দিষ্ট উৎসের উল্লেখ না থাকে, তা হলে কারও কাছে বা বাড়িতে থাকা নগদ অর্থকে আয়কর বা ইডি আয় বহির্ভূত হিসেবে গণ্য করতে পারে।
আয়কর আইনের ৬৮-৬৯বি ধারায় নাগরিকদের কাছে থাকা নগদ অর্থের বিষয়টির উল্লেখ রয়েছে। কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে আয় বহির্ভূত নগদ অর্থের সন্ধান পাওয়া গেলে সঙ্গে সঙ্গে জরিমানা করতে পারে সরকার।
এই পরিস্থিতিতে আয়কর আধিকারিকদের ওই ব্যক্তির মোট আয়ের ৭৮% অবধি জরিমানা আরোপের অধিকার রয়েছে। একইসঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে সংশ্লিষ্ট দফতর।