5th July, 2025

আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যায়নি তো? বুঝবেন কীভাবে?

TV9 Bangla 

Credit - Getty Images 

বিহারে সমীক্ষা চলছে। বাংলায়ও হবে। ভুল পেলেই ভোটার কার্ড বাতিলও হবে।

আপনার ভোটার কার্ডের কী হাল? সেটা আছে নাকি 'ভুয়ো' বলে বাতিল হয়েছে? বুঝবেন কীভাবে?

প্রথমে জানা যাক, ভোটার কার্ড বাতিলই বা কেন হয়? কেউ ভুয়ো হলেই, তার ভোটার কার্ড বাতিল করে দেয় কমিশন?

একদমই নয়। কমিশনের নীতিমালা বলছে, কেউ যে রাজ্যের ভোটার, সেই রাজ্য ছাড়লে, কারওর মৃত্যু হলে, কেউ নিজে থেকে আবেদন করলে, কখনও ভুয়ো ভোটার কার্ড মিললে, তখনই চলে বাতিল কাজ।

কীভাবে বুঝবেন আপনার ভোটার কার্ড বাতিল করে দেয়নি তো কমিশন? উত্তর দেবে তাদেরই ওয়েবসাইট।

প্রথমে চলে যান কমিশনের সাইটে। তারপর সেখানেই রয়েছে ইলেক্টোরাল রোল নামে একটি অপশন। সেখানে সার্চ ক্লিক করলেই আপনাকে, আপনার ভোটার কার্ডের EPIC নম্বর দিতে বলা হবে।

এরপর নিজের ভোটার কার্ডের মাথায় থাকা EPIC নম্বর-সহ বাকি  তথ্য জমা দিয়ে দিন। এরপর যদি আপনার নাম সেখানে পাওয়া যায় তা হলে সব ঠিক।

আর যদি নাম না মেলে, তা হলে ভোটার কার্ড বাতিল। এই পরিস্থিতি সাইট পুনরায় আবেদন অথবা সরসারি আপনাকে যোগাযোগ করতে হবে রাজ্য কমিশনের অফিসে।