11 JAN 2025

হাতে করে নিয়ে যেতে হবে না আধার কার্ড, অ্যাপের মাধ্যমেই OYO-তে মিলবে এন্ট্রি

credit: Meta AI

TV9 Bangla

আপনি যদি আপনার পরিবার বা অন্য সঙ্গীর সঙ্গে OYO-তে থাকতে চান তাহলে এই তথ্যটি জেনে রাখুন

OYO হোক বা অন্য হোটেল। থাকতে গেলেই তো আধার কার্ড চায়।

কিন্তু আপনার কাছে যদি আধার না থাকে তাহলে চিন্তা করবেন না।

আপনি আপনার সমস্ত নথি ডিজিটাল আকারে রাখতে পারবেন। এবং তা সংশ্লিষ্ট হোটেলে দেখাতে পারবেন।

আপনার সঙ্গে যদি ডিজিলকার থাকে, তাহলে আপনাকে আপনার নথির হার্ড কপি না রাখলেও চলবে। আপনার ফোন থেকেই যে কোনও ডকুমেন্ট দেখাতে পারবেন।

ডিজিলকারে আধার কার্ড আপলোড করার জন্য এই ডিজিলকালে আধার কার্ডকে লিঙ্ক করাতে হবে। তার জন্য DIGILOCLER অ্যাকাউন্টে লগ ইন করুন। ড্যাশবোর্ডে গিয়ে 'লিঙ্ক ইওর আধারে' ক্লিক করুন

এরপর আধার নম্বর লিখুন। মোবাইলে আসে ওটিপি দিন। ভেরিফাইডে ক্লিক করুন। এরপর আপনার আধারকার্ড ডিজিলকারের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।

ডিজিলকার হল সরকারি নথির ওয়ালেট বলতে পারেন। এখানে আপনি আধার ছাড়া প্যানকার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ তথ্যও আপলোড করে রাখতে পারেন।