31 JAN 2025

ভারত থেকে মিসাইল লঞ্চ করলে কতক্ষণে তা পাকিস্তানে পৌঁছোবে জানেন?  

credit:Getty Images

TV9 Bangla

পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই। কখনও বৃষ্টি তো কখনও রোদ। অর্থনীতি থেকে সামরিক শক্তি ভারতের থেকে অনেকটাই পিছিয়ে পাকিস্তান। তবু আস্ফালনের শেষ নেই।

অনেকের জানতে ইচ্ছা করে যদি হঠাৎ করে ভারত-পাক যুদ্ধ লাগে আর, ভারত থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তা পাকিস্তানে পৌঁছোতে কত সময় লাগবে?

৯ মার্চ, ২০২২-এ, এমন একটি ঘটনা ঘটেছিল। না না, যুদ্ধ লাগেনি। তবে একটি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাক্রমে উৎক্ষেপণ করা হয়েছিল, যা পাকিস্তান সীমান্তে অবতরণ করে। যা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

ভারতের হরিয়ানার অম্বালা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। তদন্তে জানা যায়, ভুলবশত অনিচ্ছাকৃত ভাবে ফায়ারিং হয়ে যায়।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খানওয়াল জেলায় ভারতের ছোঁড়া ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে।

সেই তদন্তেই জানা যায়, ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রটি পাকিস্তান সীমান্তে পৌঁছতে মাত্র ৩ মিনিট ৪৪ সেকেন্ড সময় লেগেছিল।

ঘটনাটি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে এবং পরে বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছায়। ঘটনায় দায় বর্তায় বায়ুসেনার ৩ জন অফিসারের উপরে।

ভারতীয় বায়ুসেনার ৩ জন অফিসারের চাকরি বাতিল করা হয়েছে। সরকারি কোষাগারের ২৪,৯০,৮৫০০০ টাকার ক্ষতি হয়।