তৈরি হয়ে এল বলেই, হাওড়া থেকে কবে ছুটবে বুলেট ট্রেন?
TV9 Bangla
Credit - Getty Images
তৈরি হয়ে গিয়েছে ট্রায়াল রানের ট্র্যাক। ভারতের বুকে বুলেট ট্রেন ছোটা এখন সময়ের অপেক্ষা।
রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৫০৮ কিলোমিটার এলাকা জুড়ে বুলেট ট্রেন ছোটানোর যে ট্র্যাক নির্মাণের কাজ চলছিল, তা অনেকটাই সম্পন্ন হয়ে গিয়েছে।
মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত চলা বুলেট ট্রেন প্রকল্পের ৩০০ কিলোমিটার এলাকায় ইতিমধ্যেই বসানো হয়েছে বিশেষ ট্র্যাক। যার উপর দিয়ে ছোটানো হবে এই সর্বোচ্চ গতির ট্রেনটি।
কিন্তু সর্বোচ্চ কত গতিতে ছুটবে এই বুলেট ট্রেন? জানা গিয়েছে, সম্ভবত ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেনটি।
কবে থেকে চাপতে পারবেন নতুন বুলেট ট্রেনে? রেলমন্ত্রক জানিয়েছে, যে গতিতে কাজ চলছে তাতে খুব বেশি হলেও ২০২৬ সাল। অর্থাৎ পরের বছর থেকে আগুনের গতিতে ছোটা ট্রেনে চাপতে পারবেন যাত্রীরা।
বাড়তি সুবিধা পাবেন যাত্রীরা? হিসাব তো বলছে, হ্যাঁ পাবেন। কারণ বর্তমানে মুম্বই থেকে আহমেদাবাদ যা যেতে সময় লাগে ৭ ঘণ্টা। তা এবার লাগবে মাত্র ২ ঘণ্টা।
কোন কোন স্টেশন হয়ে ছুটবে বুলেট? আপাতত ভাবে লাভবান হবে মুম্বই, আহমেদাবাদ। তবে এই লাভবানদের তালিকায় খুব শীঘ্রই জুড়ে যাবে হাওড়াও।
মুম্বই-আহমেদাবাদ ছাড়াও দিল্লি-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডরের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। এরপর হাইস্পিড রুট তৈরির জন্য তালিকায় নাম রয়েছে বারাণসী-হাওড়ার।