ভারতের সংবিধানের স্রষ্টা তিনি। নিজের জীবনে নানা বঞ্চনার স্বীকার। তিনিই ছিলেন ভারতের সংবিধান তৈরির অন্যতম কারিগর, ডক্টর ভীমরাও রামজি অম্বেদকর। জানেন, তিনি নিজে কতটা শিক্ষিত ছিলেন?
দলিত পরিবারে জন্ম হওয়ায় ছোটবেলা থেকেই বহু বঞ্চনার স্বীকার হয়েছিলেন তিনি। তাই সেই সময় ঠিক করেছিলেন, বড় হয়ে এই ভেদাভেদ ঘোচাবেন তিনি। নিজেও জীবনে একাধিক ডিগ্রি অর্জন করেছিলেন।
ভীমরাও রামজি অম্বেদকর অনেকের কাছেই পরিচিত বাবাসাহেব অম্বেদকর নামে। তাঁর প্রাথমিক শিক্ষা হয় মহারাষ্ট্রের সাতারায়।
প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯০৭ সালে মুম্বইয়ে তৎকালীন বম্বেতে চলে আসেন অম্বেদকর। সেখানকার এলফিনস্টোন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন তিনি।
১৯১২ সালে মুম্বই ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। স্নাতক স্তরের পড়াশোনা করে আবার এমএ পড়তে আমেরিকা যান অম্বেদকর।
১৯১৫ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। সেখান থেকেই পিএইচডি ডিগ্রিও অর্জন করেন তিনি, লাভ করেন ডক্টরেট উপাধী।
কেবল পিএইচডি ডিগ্রি নয়, বি আর অম্বেদকর বার-অ্যাট-ল এবং ডি.এসসি ডিগ্রিও অর্জন করেন। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি।
১২ জানুয়ারি ৯১৫৩ সালে ওসমানিয়া বিশ্ব বিদ্যালয় ভীমরাও রামজি অম্বেদকরকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে।