31 JAN 2025

ভারতের প্রাচীনতম ট্রেন কোনগুলি জানেন?

credit:PTI

TV9 Bangla

গোটা দেশে প্রতিদিন হাজার হাজার ট্রেন চলাচল করে। সেই ট্রেনে প্রতিদিন কোটি কোটি,মানুষ যাতায়াত করেন। ভারতের ট্রেন পরিষেবা শুরু সেই ব্রিটিশ আমলেই। জানেন দেশের প্রাচীনতম ট্রেন কোনগুলি?

কালকা মেইল - ব্রিটিশ আমলে এই কালকা মেইল ছিল সবচেয়ে বিখ্যাত ট্রেন। ১৮৬৬ সালে কলকাতা ও দিল্লিত মধ্যে চলাচল করত এই ট্রেন। আজও একই ভাবে চলছে।

পরী রানি - প্রথম যখন ট্রেন চালু হয়, তখন বিদ্যুৎ চালিত ট্রেন ছিল না। বাষ্প ইঞ্জিন। ১৮৫৫ সালে বাষ্প ইঞ্জিনে টানা এই ট্রেন চলাচল চালু হয় নয়াদিল্লি ও আলওয়ারের মধ্যে।

কালকা-সিমলা রেলওয়ে - কালকা-সিমলা রেলওয়ে চালু হয়, ১৯০৩ সালে। ব্রিটিশ ভারতে একটা অদ্ভুত নিয়ম ছিল, গ্রীষ্মকালে রাজধানী চলে যেত সিমলায়।

গরমকালে যাতে রাজধানী সিমলায় যেতে অসুবিধা না হয় সেই কারণে হাবার্ট সেপ্টিমাস হারিংটনের নির্দেশনায় এই ট্রেন নির্মিত হয়েছিল।     

পঞ্জাব মেইল - ভারতের অন্যতম পুরোনো ট্রেন হল পঞ্জাব মেইল। ১৯১২ সালে শুরু হয় এই ট্রেন চলাচল। মুম্বই থেকে ফিরোজপুর অবধি চলা এই ট্রেনের তৎকালীন নাম ছিল পঞ্জাব লিমিটেড।

গ্র্যান্ড ট্র্যাঙ্ক এক্সপ্রেস - এই ট্রেনকে ভারতের প্রাচীনতম ট্রেনগুলির মধ্যে একটি গণ্য করা হয়। প্রাথমিকভাবে, গ্রান্ড ট্র্যাঙ্ক এক্সপ্রেস পেশোয়ার থেকে ম্যাঙ্গালোর অবধি চললেও বর্তমানে লাহোর থেকে মেট্টুপালায়াম অবধি চলে।

ফ্রন্টিয়ার মেইল - যে সব ট্রেনে গোড়ার দিকে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল তার মধ্যে একটি ফ্রন্টিয়ার মেইল। ১৯২৮ শুরু হয় এই ট্রেনের যাত্রা, পরে নাম পরিবর্তন করে রাখা হয় গোল্ডেন টেম্পল এক্সপ্রেস।