মহাকুম্ভে প্রথম অমৃত স্নানের অধিকার এদেরই, অন্য কেউ জলে নামেন না ভয়ে...
credit: PTI
TV9 Bangla
শুরু হয়েছে মহাকুম্ভ। মকর সংক্রান্তিতে পূণ্যস্নান করেছেন সাড়ে তিন কোটিরও বেশি মানুষ।
১৪৪ বছর বাদে মহাকুম্ভের অমৃত যোগ এসেছে। আগামী এক মাস ধরে চলবে অমৃতস্নান। প্রথম এই পূণ্যস্নান কে করে জানেন?
মহাকুম্ভে এসেছেন নাগা সন্ন্যাসীরা। নিয়ম অনুযায়ী, প্রথম পূণ্য স্নান করার অধিকার নাগা সন্ন্যাসীদের।
অমৃত মন্থনের সময় চার ফোঁটা অমৃত যেখানে পড়েছিল, সেখানেই কুম্ভ হয়। এই স্থানগুলি হল প্রয়াগরাজ, বারাণসী, নাসিক ও উজ্জয়ন।
অমৃত স্নান করার অধিকার সকলের থাকলেও, এই স্নানের প্রথম অধিকার থাকে নাগা সন্ন্যাসীদের কারণ তারা শিবের পুজারী।
শিব যেহেতু দেবাদিদেব এবং নাগা সাধুরা তার উপাসক। তাই সবথেকে কঠিন তপস্যা তাদেরই। সেই কারণে কুম্ভে প্রথম স্নানের অধিকার তাদের।
অন্য একটি বিশ্বাস হল, নাগা সন্ন্যাসীদের ধর্মের অভিভাবক বলে মানা হয়। তাদের সম্মান প্রদর্শন করতেই বাকি সাধুরা প্রথমে নাগা সন্ন্যাসীদের স্নানের আমন্ত্রণ জানান।
নাগা সাধুরা বিভিন্ন আখড়ার সদস্য হন। মোট ১৩টি আখড়া রয়েছে, যা তিনটি শ্রেণিতে বিভাজিত। উদাসীন, বৈরাগী (বৈষ্ণব) ও সন্ন্যাসী (শিবভক্ত)।