17th May, 2025

ব্রেনের কঠিন রোগ, দু’বার UPSC ফেল, তাও কীভাবে IFS অফিসার হলেন অনীষা তোমর?

TV9 Bangla

Pic Credit- Anisha Instagram 

জীবনে যাঁরা কিছু অর্জন করতে চান, তাঁদের কেউ থামাতে পারে না। যত প্রতিবন্ধকতাই হোক না কেন, সব বাধা-বিপত্তি পেরিয়ে কেউ কেউ লক্ষ্যে পৌঁছে যান।

অনীষা তোমরের গল্পটাও সেই রকম। এক কঠিন রোগ জাঁকিয়ে ধরেছিল তাঁকে। তারপরও কীভাবে IFS অফিসার হলেন অনীষা?

এক নয়, ইউপিএসসি পরীক্ষায় দু’বার ফেল করেছিলেন অনীষা তোমর। পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়ার পর অনীষা ইউপিএসসি পরীক্ষা দেবেন ঠিক করেছিলেন।

২০১৬ সালে স্নাতক উত্তীর্ণ হওয়ার পরে অনীষা তোমর ইউপিএসসির প্রস্তুতি নেওয়া শুরু করেন। তিনি নিয়মিত একটি স্টাডি রুটিনও তৈরি করেছিলেন।

প্রথম বারের চেষ্টায় প্রিলিমসে কয়েকটা নম্বরের জন্য তাঁর কাট অফ আসেনি। সেই সময় খানিক আশাহত হয়ে পড়েছিলেন। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্রী তিনি ছিলেন না।

ফের কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে দ্বিতীয়বার পরীক্ষায় বসেন। আর ওই সময় অনীষার শরীরে ধরা পড়ে এক কঠিন ব্যাধি। ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন।

ব্রেনের এই কঠিন রোগ তাঁকে দমাতে পারেনি। এমআরআই চলছিল, স্পাইনাল ট্যাপ ও অন্যান্য ওষুধও একইসঙ্গে চলছিল। চিকিৎসার পাশাপাশি তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন।

দ্বিতীয় বারের চেষ্টায় প্রিলিমসে পাস করলেও মেনসে মাত্র ৬ নম্বরের জন্য অনীষা পাশ করতে পারেননি। তবে তৃতীয় বারের চেষ্টায় সারা দেশের মধ্যে তিনি ৯৪তম স্থান অধিকার করেন।

দিনরাত কঠোর পরিশ্রম করে, হাল না ছেড়ে অনীষা তোমর সফল আইএফএস অফিসার হয়েছেন। অনেকের কাছে তিনি এখন অনুপ্রেরণা।