11 November 2023

কোনও পোস্টার বা প্রচার নয়, এই প্রার্থী ভোট চান স্যালুট করে

৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। ছত্তীসগঢ়ে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। ১৭ নভেম্বর দ্বিতীয় দফার ভোট গ্রহণ। ওই দিন মধ্য প্রদেশেও ভোট রয়েছে। ২৩ নভেম্বর রাজস্থানে ও ৩০ নভেম্বর তেলঙ্গানায় ভোট গ্রহণ রয়েছে।

যেকোনও নির্বাচনের আগেই অভিনব নানান ভোট প্রচার দেখা যায়। কেউ অদ্ভুত সাজসজ্জা নেন, কেউ আবার উপহার নিয়ে ভোটারদের মন জেতার চেষ্টা করেন। তবে সবথেকে নজর কেড়েছেন এক প্রার্থী। তিনি স্যালুট করে ভোট চাইছেন।

মধ্য প্রদেশ নির্বাচনে মান্ধাতা বিধানসভা আসন থেকে নির্দল প্রার্থী হয়েছেন এক অবসরপ্রারপ্ত জওয়ান। তাঁর নির্বাচনী প্রতীক হল এয়ার কন্ডিশনার। বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোট প্রচার চালাচ্ছেন।

প্রদীপ কুমার নামক ওই অবসরপ্রাপ্ত জওয়ান বাকি পাঁচজনের মতো নির্বাচনী প্রচার করছেন না। তিনি দৌড়ে দৌড়ে প্রচার করছেন। ভোটের আবেদন করার সঙ্গে সঙ্গেই তিনি সকলকে স্যালুট করছেন।

ওমকারেশ্বরের বাসিন্দা ওই ব্যক্তি জানান, তিনি প্রতি ভোটারের কাছে গিয়ে আগে স্যালেট করছি, তারপর ভোট চাইছি। তিনি বলেন, "বর্তমান রাজনৈতিক দলগুলি রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে।"

তিনি আরও বলেন, কৃষকরা তাদের ফসলের নায্য দাম পাচ্ছেন না। এটা বড় একটি সমস্যা। সরকারের উচিত এই বিষয়ে পদক্ষেপ করা। আমি অন্যায়-অবিচারের বিরুদ্ধেই নির্বাচনে লড়ছি।

প্রাক্তন সেনাকর্তা জানান, তিনি ১৯৯৭ সালে তিনি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল কর্পসে যোগ দিয়েছিলেন। কন্সটেবল পদে কর্মরত ছিলেন তিনি।