2৬ February 2024
১ সপ্তাহে কী কী কাজ করেছেন প্রধানমন্ত্রী?
TV9 Bangla
TV9 নেটওয়ার্কের 'হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে'-র কনক্লেভে শুধু ১০ বছর নয়, গত এক সপ্তাহের কাজের খতিয়ানও তুলে ধরলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, "২০ ফেব্রুয়ারি জম্মু থেকে একাধিক আইআইটি, আইআইএমের মতো শিক্ষা প্রতিষ্ঠানের শিলান্যাস করেছি।"
২৪ ফেব্রুয়ারি রাজকোট থেকে একসঙ্গে ৫টি এইমসের ভিত্তি প্রস্থর স্থাপন করেছি।
আজ সকালে দেশের ২৭ রাজ্যে ৫০০ রেলস্টেশনের সংস্কারের শিলান্যাস করেছি। দেশে ১৫০০ অভারব্রিজের কাজ হবে।
এখানে আসার আগেও আগামী দুই দিনের কর্মসূচি জানিয়েছি। আগামিকাল সকালেই আমি কেরল, তামিলনাডু ও মহারাষ্ট্রে যাব।
সেখানে এমএসএমই, স্পেসের কর্মসূচি আছে। কৃষকদের জন্য কর্মসূচি রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদী।
তিনি বলেন, ভারতে প্রতিদিন ২টো কলেজ খুলেছে। প্রতি সপ্তাহে একটা নতুন বিশ্ববিদ্যালয় খুলেছে।
ভারতে প্রতিদিন ৫৫ পেটেন্ট, ৬০০ ট্রেডবার রেজিস্টার করা হয়েছে। প্রতিদিন দেড় লক্ষ মুদ্রা লোন দেওয়া হয়েছে, ৩৭টি নতুন স্টার্টআপ শুরু হয়েছে।