23 MAY 2025

একসঙ্গে চলল 'বিয়ে' আবার 'নিকাহ'ও

credit:TV9

TV9 Bangla

ভারত যে ধর্ম নিরপেক্ষ দেশ তার প্রমাণ মিলল আবারও। ধর্ম ভুলে এক মণ্ডপে হল হিন্দু এবং মুসলিমের বিয়ে।

মঙ্গলবার সন্ধেবেলা পুনের ওয়ানওরি এলাকার একটি হলে এক মুসলিম দম্পতির ওলিমা (রিসেপশন) চলছিল।

একই সময়ে পাশের মাঠ বুক করে বিয়ে হওয়ার কথা এক হিন্দু দম্পতির। কিন্তু হঠাৎ করে বেঁকে বসে প্রকৃতি।

৬টা ৫৬ মিনিটে বিয়ে শুরু হওয়ার কথা সংস্কৃতি কাওয়াড়ে পাতিল এবং নরেন্দ্র গালান্দে পাতিলের। কিন্তু বিয়ে শুরু হওয়ার আগেই শুরু হয় বৃষ্টি।

মুষলধারে ওই বৃষ্টিতে জল জমে যায় চারপাশে। কী ভাবে বিয়ে হবে ওই পরিস্থিতিতে? মাথায় হাত পড়ে যায় সকলের।

বাধ্য হয়েই মুসলিম পরিবারের কাছে গিয়ে খানিকক্ষণ হলটি ব্য়বহারের অনুমতি চান পাতিলদের পরিবারের সদস্যরা।

সব শুনে রাজি হয়ে যান তাঁরাও। তৎক্ষণাৎ বিয়ের জন্য মঞ্চ ছেড়ে দেন তাঁরা। বিয়ের জোগাড়ে হাত লাগান। সুষ্ঠ ভাবেই সম্পন্ন হয় বিয়ে।

বিয়ে শেষে একসঙ্গে দুই নব দম্পতি খাওয়া দাওয়া করেন। এমনকি মাহিন-মহসিন কাজী এবং নরেন্দ্র-সংস্কৃতির এক সঙ্গে ছবিও তোলেন।