16th May, 2025

জঙ্গিদের স্ত্রীরাও পায় বিধবা ভাতা, কত টাকা জানেন?

TV9 Bangla

Pic Credit- Pixabay

পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের যোগের নতুন করে প্রমাণ দেওয়ার কিছু নেই। দেশের মানুষের মুখে দুবেলা খাবার না জুটলেও, ভারত সহ বিভিন্ন দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য মোটা টাকা ঢালে পাকিস্তান।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই তো এখন সরাসরি জঙ্গিদের বেতনের জন্য চেক লিখছে।

গোয়েন্দা সূত্রে খবর, প্রতি বছর প্রায় ২৫০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ সাহায্য আসে জিহাদি গোষ্ঠগুলির কাছে।

শুধু দেশের অন্দর থেকে নয়, বিরমিংহাম থেকে দুবাই-বিভিন্ন দেশ থেকে টাকা আসে সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেওয়ার জন্য।  

সুইসাইড বম্বার থেকে শুরু করে স্নাইপার, স্থানীয় স্তরে জঙ্গি- সকলের জন্যই বেতন বরাদ্দ রয়েছে।

বিদেশের মাটিতে গিয়ে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকে, তাদের বেতন মাসে ১২ হাজার টাকা হয়। কম্যান্ডার স্তরের জঙ্গিদের বেতন ৫০ হাজার টাকা।

জঙ্গিদের মৃত্যুর পর তাদের পরিবারকে কিন্তু ভাসিয়ে দেওয়া হয় না। জঙ্গিদের পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া হয়।

এই যেমন কাশ্মীরে কোনও জঙ্গির মৃত্যু হলে পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়। সেখানেই পাকিস্তানে জঙ্গির পরিবার পায় ২ লক্ষ টাকা।

জঙ্গিদের বিধবা স্ত্রীর জন্য ভাতাও দেওয়া হয় তার পদ অনুসারে। পাশাপাশি বিভিন্ন উৎসবে আবার বোনাস দেওয়া হয়। থাকে নানা সুযোগ সুবিধাও।