কলকাতা, দিল্লি নয়, ভোটের সময় ব্যবহার করা কালি কোথায় তৈরি হয় জানেন?
TV9 Bangla
Credit - PTI
লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন একটি বিষয়ে ভীষণ মিল রয়েছে। তা হল ভোটের কালি। এই কালি কিন্তু যেমন-তেমন কালি নয়।
লোকসভা এবং বিধানসভা নির্বাচনের সময় ভোটারদের হাতে যে কালি দেওয়া হয়, সেটি যে কোনও দোকানে পাওয়া যায় না।
নির্বাচনের সময় ভোটারদের হাতে যে কালি দেওয়া হয়, তা লাগানোর পর সহজে তুলে ফেলা যায় না। ভারতের সব জায়গায় নির্বাচনের জন্য ব্যবহৃত এই কালি পাওয়া যায় না।
দিল্লি, কলকাতাতেও পাওয়া যায় না ভোটের সময় ভোটারদের হাতে যে কালি দেওয়া হয়, সেটি। একমাত্র কর্নাটকে পাওয়া যায় ওই কালি।
কর্নাটক রাজ্যের মাইসোর পেইন্ট অ্যান্ড বার্নিশ লিমিটেড নামে এক কোম্পানিতে নির্বাচনের কালি তৈরি হয়। ওই কোম্পানিটি ভারত স্বাধীন হওয়ার আগে তৈরি হয়েছিল।
১৯৩৭ সালে মহীশূর প্রদেশের তৎকালীন মহারাজা নালভাদি কৃষ্ণরাজা ওয়াদিয়ার ওই কোম্পানি তৈরি করতে সাহায্য করেছিলেন।
ভারতে শুধুমাত্র এই কোম্পানিরই নির্বাচনের সময় ব্যবহৃত কালি তৈরির লাইসেন্স রয়েছে। এই প্রতিষ্ঠান আরও নানা রকম কালি তৈরি করলেও, নির্বাচনের কালি তৈরিই এই সংস্থার মূল পরিচয়।
দেশের প্রতিটি নির্বাচনী কেন্দ্রে এই ভোটের কালি ভরে পাঠানো হয়। শুধু ভারতেই নয়, বিশ্বের ২৫টিরও বেশি দেশে ওই কোম্পানির কালি নির্বাচনের সময় ব্যবহৃত হয়।
সরকারি রিপোর্ট অনুযায়ী, মাইসোর পেইন্ট এবং বার্নিশ লিমিটেডের বিশেষ কালি কানাডা, ঘানা, নাইজেরিয়া, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, নেপাল, দক্ষিণ আফ্রিকা ও মলদ্বীপ সহ ২৫টি দেশে রফতানি করা হয়।
নির্বাচনের কালি কেন মুছে যায় না জানেন? এটি তৈরির সময় সিলভার নাইট্রেট রাসায়নিক ব্যবহার করা হয়। তা জলের সংস্পর্শে এলেই নীলচে কালো হয়ে যায় এবং রঙ ওঠে না।