06 JUN 2025

অমরনাথ যাত্রা নিয়ে বিশেষ সতর্ক সেনা! কী কী ব্যবস্থা থাকছে?

credit:PTI

TV9 Bangla

৩ জুলাই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। চলবে ৩৮ দিন। অমরনাথ যাত্রার সময় তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সব সময় একটি বড় বিষয়।

বিশেষ করে ২২ এপ্রিল পহেলগাঁও হামলা এবং তারপর অপারেশন সিঁদুরকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে তীর্থযাত্রীদের নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ। তাই বিশেষ ব্যবস্থা নিয়েছে সেনাও। কী কী বন্দোবস্ত থাকছে?

২০২৫ সালের অমরনাথ যাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। মন্দিরে যাওয়ার দুটি নির্ধারিত রুটে প্রায় ৫০,০০০ সিআরপিএফ সদস্য মোতায়েন থাকবে।

জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাহিনী। আইইডি সনাক্ত করে নিষ্ক্রিয় করা, সর্বক্ষণ নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত প্রতিক্রিয়া দল মোতায়েন, সব কনভয়ে স্যাটেলাইট ফোন ও জ্যামারের ব্যবস্থাও থাকবে।

যাত্রীদের কনভয় পাস করার সময়, অতিরিক্ত সতর্কতা হিসাবে জাতীয় মহাসড়কের সমস্ত সংযোগ সড়ক অবরুদ্ধ করা হবে। নিরাপত্তা নিশ্চিত করতে পহেলগাঁও এবং বালতাল দুই রুটে নজরদারি ড্রোন, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং কুকুরের ইউনিট সক্রিয় থাকবে।

শ্রী অমরনাথ জি শ্রাইন বোর্ড তীর্থযাত্রীদের যোগ্যতার মানদণ্ড বেঁধে দিয়েছে। ১৩ বছরের কম এবং ৭০ বছরের বেশি বয়সী কেউ এই যাত্রায় অংশ নিতে পারবেন না। প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট থাকলেও না। গর্ভবতী মহিলারাও যাত্রা করতে পারবেন না।

নজরদারি বাড়ানোর জন্য, সমস্ত যাত্রীবাহি গাড়ি এবং কনভয়ে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) ট্যাগ জারি করা হবে। নিরাপত্তা বাহিনী রিয়েল টাইমে যার চলাচল ট্র্যাক করতে পারবে।

পহেলগাঁও হামলার পর তীর্থযাত্রার সময় ৩৮ দিনে কমিয়ে আনা হয়েছে। ৩ জুলাইয়ে শুরু হওয়া অমরনাথ যাত্রা শেষ হবে ৯ অগস্ট।