আজ যদি গোটা বিশ্ব মনে করে, ভারত পরবর্তী বড় লাফ দিতে প্রস্তুত, তার অর্থ, এর পিছনে ১০ বছরের এক শক্তিশালী লঞ্চপ্যাড রয়েছে।
একবিংশ শতাব্দীর ভারত আর নিজেকে ক্ষুদ্র ভাবে না। আমরা যা করি তা সর্বোত্তম এবং সবচেয়ে বড়। আজ গোটা বিশ্ব ভারতের কৃতিত্ব দেখে অবাক।
আমাদের সরকার নেশন ফার্স্ট নীতিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ৩৭০ ধারার অবসান ঘটানো থেকে শুরু করে রাম মন্দির নির্মাণ, তিন তালাকের অবসান, মহিলাদের সংরক্ষণ, ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন চালুর মতো অনেক কাজ করেছি।
তুষ্টির বদলে দেশবাসীকে সন্তুষ্ট করার পথ বেছে নিয়েছি। গত ১০ বছর ধরে এটাই আমাদের একমাত্র মন্ত্র, এটাই আমাদের ধ্যান। এর জোরেই সকলের সমর্থন এবং সকলের আস্থা অর্জন করেছি।
আগের সরকারগুলি নির্বাচনের সময় দারিদ্র্যে থাকা মানুষদের সামান্য কিছু দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির প্রমাণ দিত। এই কারণে দেশে ভোটব্যাঙ্কের রাজনীতির জন্ম হয়েছে। অর্থাৎ, যারা ভোট দিয়েছে, শুধু তাদের জন্যই কাজ করেছে সরকার।
ভারতে, প্রতি সেকেন্ডে একটি করে জলের সংযোগ দেওয়া হয়েছে। প্রতিদিন দারিদ্র্য-সীমার বাইরে বেরিয়েছে ৭৫ হাজার মানুষ। এর আগে দারিদ্র্য দূর করার স্লোগান দেওয়া হত, আমারা তা করে দেখিয়েছি।
গ্রামের মানুষের অর্থনৈতিক শক্তি বাড়ছে। এটা আমাদের প্রচেষ্টার ফল। গ্রামে গ্রামে কর্মসংস্থান তৈরি হচ্ছে। ভারতে প্রথমবারের মতো খাদ্যের মোট ব্যয় ৫০ শতাংশ কমেছে।
গত ১০ বছরে ভারত দুরন্ত গতিতে উন্নতি করেছে। দুর্নীতি দমনের মাধ্যমে আমরা উন্নয়নের সুফল সকলের কাঠে সমানভাবে পৌঁছে দেওয়া নিশ্চিত করেছি।
অলিভ অয়েল প্রসাধনী সামগ্রী হিসেবে কতটা কার্যকরী, তা হয়তো আলাদা করে বলার প্রয়োজন নেই। নারকেল তেলের থেকে অনেক বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অলিভ অয়েলে।