প্রজাতন্ত্র দিবসে ৫২ সেকেন্ডের মধ্যে কেন ২১ বার গান স্যালুট দেওয়া হয়?
Credit -PTI, Getty Image
TV9 Bangla
আজ, ২৬ জানুয়ারি। ৭৬তম প্রজাতন্ত্র দিবস। ভারতে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২১ বার গান স্যালুট দেওয়া হয়।
মোট ৫২ সেকেন্ডের মধ্যে গান স্যালুটের প্রক্রিয়া শেষ করা হয়। এ দিন কেন ২১ বার গান স্যালুট দেওয়া হয় জানেন?
প্রজাতন্ত্র দিবসের দিন জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গান স্যালুটের প্রক্রিয়া শুরু হয়ে যায়। জাতীয় সঙ্গীত শেষ হওয়া অবধি চলে এই প্রক্রিয়া।
ভারতে ঔপনিবেশিক শাসনের যুগ থেকে গান স্যালুটের প্রথা চলে আসছে। অতীতে শত্রুপক্ষ আত্মসমর্পণ করলে ব্রিটিশ নৌবাহিনীর তরফে ২১ দফায় গুলি চালানো হত।
পরবর্তীতে শত্রুপক্ষের কাছে শান্তির বার্তা দেওয়ার জন্য গান স্যালুট দেওয়া হত। বছরের পর বছর ধরে ২১ বার গান স্যালুট এ দেশের অন্যতম ঐতিহ্যে পরিণত হয়েছে।
ভারতের সম্মান জড়িয়ে রয়েছে প্রজাতন্ত্র দিবসের দিন ২১ বার গান স্যালুট দেওয়ার প্রথার সঙ্গে। সার্বভৌম ভারতের প্রতীক হল ২১ বার গান স্যালুট।
২১টি বন্দুক দিয়ে স্যালুট জানানোর প্রথা থাকলেও এর জন্য ৮টি কামান ব্যবহার করা হয়। যে ৮ কামান আনা হয়, তার মধ্যে ৭টি ব্যবহার করা হয়। প্রতি কামান থেকে ৩টি শেল নিক্ষেপ করা হয়।
৫২ সেকেন্ডের মধ্যে পুরো গান স্যালুট দেওয়ার প্রক্রিয়া শেষ করা হয়। প্রতিটি গুলি চালানোর মধ্যে ২.২৫ সেকেন্ডের ফারাক রয়েছে।