Alcohol 1

15 FEB 2025

 কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে

credit: Pixabay

image

TV9 Bangla

আগে খাটো চোখে দেখলেও, বর্তমানে মদ্যপান করা স্বাভাবিক বিষয়। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই মদ্যপান করেন। তবে কোন রাজ্যে সবথেকে বেশি মহিলারা মদ্যপান করেন, জানেন?

আগে খাটো চোখে দেখলেও, বর্তমানে মদ্যপান করা স্বাভাবিক বিষয়। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই মদ্যপান করেন। তবে কোন রাজ্যে সবথেকে বেশি মহিলারা মদ্যপান করেন, জানেন?

সম্প্রতিই মদ্যপানের হিসাব কষেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সমীক্ষাতেই উঠে এসেছে অবাক করা তথ্য।

 সম্প্রতিই মদ্যপানের হিসাব কষেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সমীক্ষাতেই উঠে এসেছে অবাক করা তথ্য।    

সমীক্ষায় দেখা গিয়েছে, মদ্যপানে শীর্ষে রয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলি। মহিলাদের মদ্যপানের ক্ষেত্রেও এগিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিই।

সমীক্ষায় দেখা গিয়েছে, মদ্যপানে শীর্ষে রয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলি। মহিলাদের মদ্যপানের ক্ষেত্রেও এগিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিই। 

জানা গিয়েছে, মহিলাদের মদ্যপানের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে অসম। সেখানে ১৬.৫ শতাংশ মহিলা মদ্যপান করেন, যা বাকি রাজ্যের তুলনায় অনেকটা বেশি। 

দ্বিতীয় স্থানে রয়েছে মেঘালয়। এখানে ৮.৭ শতাংশ নারী মদ্যপান করেন।

তৃতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশ। সেখানে ৩.৩ শতাংশ মহিলা মদ্যপান করেন। 

চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সিকিম এবং ছত্তীসগঢ়।  দুই রাজ্য়ের ০.৩ এবং ০.২ শতাংশ মহিলা মদ্যপান করেন। 

পুরুষদের মদ্যপানের ক্ষেত্রে অনেকেই ভাবেন দিল্লি বা পঞ্জাবের পুরুষরা হয়তো সবথেকে বেশি মদ্যপান করেন। 

তবে  সকলকে চমকে দিয়ে মদ্যপানে শীর্ষে রয়েছে অরুণাচল প্রদেশ। সেখানে  ১৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্য়ে ৫৯ শতাংশ পুরুষ মদ্যপান করেন।