28th May, 2025

১০ টাকার নোটে রয়েছে স্টার চিহ্ন? জানেন এটি নকল না আসল?

TV9 Bangla

দশ টাকার নোটে এক খানা স্টার। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই চারিদিকে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, তা একখানা বিশেষ নোট।

কেউ কেউ আবার এও বলছেন যে, ওটি জাল নোট। তবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর নেপথ্যে থাকা সত্যতা স্পষ্ট করেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে যে, নোটের মধ্যে থাকা সংখ্যার মধ্যে অনেক সময় একটি স্টার প্রতীক থাকে। তা অবশ্য কিছু বিশেষ নোটেই দেখা যায়।

যদি নোটের মধ্যে একটি স্টার থাকে, তা হলে এর অর্থ ওই নোটটি প্রতিস্থাপন করা হয়েছে এবং পুনর্মুদ্রিত হয়েছে।

ভারতীয় মুদ্রার নোটে সংখ্যার মধ্যে যে স্টারটি রয়েছে, তাতে ত্রুটি পাওয়া গেলে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে তা পুনর্মুদ্রিত করা হয়।

স্টার সিরিজের নোটগুলি অন্য মুদ্রার নোটের মতোই। এগুলো বিশেষ নোট নয়। এর সঙ্গে অন্য কোনও সমস্যা নেই। তা মোটেও জাল নোট নয়।

যখনই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় মুদ্রা সম্পর্কে কোনও বিভ্রান্তিকর দাবি করা হয় বা কোনও ভুল কথা বলা হয়, সেই সময় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সেই বিষয়ে স্পষ্ট বার্তা দেয়।

কাগজের নোটে স্টার (*) এই চিহ্নটি থাকলে সমস্যা নেই। আরবিআই জানিয়েছে যে, ওই নোটের সবগুলিই আসল। ফলে (*) চিহ্ন দেওয়া নোট নিয়ে সন্দেহ প্রকাশের কোনওরূপ জায়গা নেই।