25 January 2024

কুচকাওয়াজে অংশ নিচ্ছেন যে মহিলারা

credit: twitter

TV9 Bangla

মহিলা সশস্ত্র বাহিনী, মেডিকেল সার্ভিস মার্চিং কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন মেজর সৃষ্টি খুল্লার।

স্বাথি রাডার এবং পিনাকা রকেট সিস্টেম প্রদর্শনীর নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট দীপ্তি রানা ও প্রিয়াঙ্কা সেবাদা।

তিন পরিষেবার মহিলা অগ্নিবীরদের দলের কুচকাওয়াজের নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন সন্ধ্যা মাহলা, সাব লেফটেন্যান্ট আশু যাদব, ফ্লাইট লেফটেন্যান্ট সৃষ্টি ভার্মা এবং ক্যাপ্টেন শরণ্যা রাও।

কুচকাওয়াজে ১৪৪ সদস্যের ভারতীয় বায়ুসেনার মার্চিং কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন স্কোয়াড্রন লিডার রশ্মি ঠাকুর, স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব, স্কোয়াড্রন লিডার প্রতিতি আলুওয়ালিয়া এবং ফ্লাইট লেফটেন্যান্ট কীর্তি রোহিল।

আইএএফ-এর ট্যাবলোয় থাকবেন সুখোই-৩০ যুদ্ধবিমানের পাইলট ফ্লাইং অফিসার আসমা শেখ এবং ফ্লাইট লেফটেন্যান্ট অনন্যা শর্মা।

৭৫তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনীর ট্যাবলোর কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার জুহি ভোপে।