প্রাকৃতিক নির্যাসই রূপচর্চায় ভরসা ছিল প্রাচীনকালের নারীদের। ভারতীয় রূপকথাতেই তার সুন্দর বর্ণনা রয়েছে।

আগেকার দিনে শাশুড়িরা বিয়েতে জামাইদের বরণ করতেন গোলাপ জলে। গোলাপ জল ত্বককে সতেজ রাখে। ফলে কোশে রক্ত সঞ্চালন ভাল হয়। সেই সঙ্গে স্ট্রেসও কমায়। যে কারণে এখনও প্রায় সব বাড়িতেই রূপচর্চার প্রাথমিক উপকরণ হিসেবে থাকে গোলাপ জল

সেই প্রাচীন কাল থেকেই রূপচর্চায় কদর হলুদের। হলুদের অ্যান্টি ব্যাকটেরিাল গুণের জন্যই তা এত জনপ্রিয়। যে কারণে বিয়ের দিন গায়ে হলুদের অনুষ্ঠান হয়

যে কোনও ধরণের অ্যালার্জি, কালো দাগ-ছোপ এবং ব্রণর সমস্যায় খুব ভাল কাজ করে চন্দন। এছাড়াও ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে নিতেও চন্দনের জুড়ি মেলা ভার

রূপচর্চায় অন্যতম উপাদান ছিল কেশর। বিয়ের আগে মেয়েদের যেমন দুধ-কেশর খাওয়ানো হত তেমনই কেশর কিন্তু ত্বকের জন্য খুব ভাল। রক্ত সঞ্চালন ঠিক রাখে। ত্বকের ঔজ্জ্বলতা বজায় রাখে