ইমতিয়াজ আলির ছবি 'যব উই মেট'- এর বিখ্যাত গান 'ইয়ে ইশক হায়ে'- র শুটিং হয়েছিল হিমাচল প্রদেশের রোটাং পাসে।

থ্রি ইডিয়টস এবং যব তক হ্যায় জান- এই দুই সিনেমার শুটিং হয়েছে প্যাংগং লেকের পাশে। 

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি ছবির শুটিং হয়েছিল মানালিতে। 

চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছিল কেরলের মুন্নারে। 

বিশাল ভরদ্বাজের ছবি হায়দার- এর শুটিং হয়েছিল জম্মু-কাশ্মীরের গুলমার্গে।