WWE-র জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন ভারতীয় ললনা সঞ্জনা জর্জ

সঞ্জনার মিক্সড মার্শাল আর্টের অভিজ্ঞতা রয়েছে

WWE-র জন্য চালাচ্ছেন জোরদার প্রস্তুতি

সঞ্জনা আপাতত WWE-তে রেফারির কাজে নিযুক্ত

শীঘ্রই ফাইটার হিসেবে দেখা যাবে তাঁকে

কবিতা দেবীর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে WWE-তে দেখা যাবে সঞ্জনাকে

২৮ বছর বয়সি সঞ্জনা আদতে কেরলের কোট্টয়মের মেয়ে

আমেরিকার অরল্যান্ডোতে থাকেন সঞ্জনা। শরীর চর্চা তাঁর প্যাশন।