sareena sandhu wwe player

সারিনা সান্ধু WWE এর অন্যতম সেরা সুন্দরী রেসলার।

Indian origin WWE wrestler Sareena Sandhu

২০১৫ সালে রেসলিং জগতে প্রবেশ করেন সারিনা সান্ধু। তিনি হলেন ভারতীয় বংশোদ্ভূত। 

India origin WWE wrestler Sareena Sandhu

সারিনা সান্ধু ক্যালিফোর্নিয়ার সান পাবলো শহরে থাকেন। সেখানেই বড় হয়েছেন সারিনা।

Indian origin WWE wrestler Sareena Sandhu pics

সারিনা সান্ধু WWE-তে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য পরিচিত।

সারিনা WWE এর আগে ইমপ্যাক্ট রেসলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

ডিভা চ্যাম্পিয়ন শার্লট ফ্লেয়ারের সঙ্গেও কাজ করেছেন সারিনা। 

২০১৯ সালের অক্টোবরে ভারতীয়  নিয়মে সারিনার বিয়ে হয়। 

২০২২ সালের ৯ এপ্রিল নিজের কন্যাসন্তানের জন্মের খবর জানান সারিনা।