দইবড়া বানানোর জন্য বিউলির ডাল ৪ ঘন্টা ভিজিয়ে রাখুন
এবার এই ডাল বেটে নিয়ে এর মধ্যে আদা, কাঁচালঙ্কা মিশিয়ে বড়া আকারে ভেজে নিন
একটা টিস্যু পেপারে বড়াগুলো রেখে দিন অতিরিক্ত তেল শুষে নেবে
এবার একটা বাটিতে দই নুন-চিনি দিয়ে ফেটিয়ে ওর মধ্যে বরফ দিয়ে বড়া গুলো ভিজতে দিন
জিরে, শুকনো লঙ্কা নেড়ে মিক্সিতে গুঁড়ো করে মশলা বানিয়ে নিন
কড়াইতে তেঁতুলের কাথ ভাজা মশলা, চিনি, নুন আর সামান্য জল দিয়ে চাটনি বানিয়ে নিন। ধনেপাতা, কাঁচালঙ্কা একসঙ্গে বেটে সবুজ চাটনি বানান
এবার বড়ার উপর ফেটানো দই, চাটনি, ঝুরিভাজা আর ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করুন দই বড়া