ব্রোঞ্জ যুগ থেকে এখনও সমানভাবে বিদ্যমান বারাণসী। ধর্মীয় ও সংস্কৃতিতে এখনও প্রসিদ্ধ এই প্রাচীনতম শহর।
খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতক থেকে সিংহাসন রদবদলের ইতিহাসের সাক্ষী দিল্লি।
মহাভারত ও রামায়ণে পুস্করের উল্লেখ বহুবার পাওয়া গিয়েছে। পৌরাণিক মতে, ব্রহ্মার আশীর্বাদে সৃষ্টি হয়েছে এই সুন্দর প্রাচীন শহরটি।
২৫০০ বছরের পুরনো একটি শহর, পাটনা। যেখানে প্রাচীন যুগের দুটি নিদর্শন নালন্দা ও বোধগয়া অবস্থিত।
Fill in some text
খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে গ্রিক অভিযাত্রী মেগাস্থেনিস পরিদর্শন করেছিলেন। তাহলে বুঝুন মাদুরাইয়ের পরিচিত কত পুরনো।
৪র্থ-৫ম শতাব্দী থেকে অযোধ্যার নাম রয়েছে ইতিহাসের পাতায়।
মগধ রাজাদের প্রথম রাজধানী ছিল এই রাজগীর শহরটি। মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায়। চৈনিক পর্যটক ফাক্সিয়ান ও জংজাং এখানে পরিদর্শন করেছিলেন।