জুড়ে গেল ভারত ও সিঙ্গাপুরের অনলাইন পেমেন্ট সিস্টেম।

21 ফেব্রুয়ারি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং।

এই প্রথম ভারতের UPI অন্য দেশের পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হল।

একদিনে সর্বোচ্চ 60 হাজার টাকার লেনদেন করা যাবে এই সিস্টেমে।

এই সংযুক্তির ফলে পরিযায়ী কর্মী, পড়ুয়া এবং পেশাদারদের খুবই সুবিধা হবে।

আমেরিকা, ব্রিটেন, কানাডা-সহ 10টি দেশের প্রবাসীদের জন্যও চালু হতে পারে এই পরিষেবা।

আগামীদিনে কেন্দ্রীয় সরকার ‘ভয়েস বেসড পেমেন্ট সিস্টেম’ আনতে চলেছে UPI লেনদেনে।