ভারতে ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোন কবে লঞ্চ হবে?ভারতে আসছে ইনফিনিক্স হট ১১ ২০২২ ফোন।আগামী ১৫ এপ্রিল এই ফোন লঞ্চ হবে ভারতে।শোনা যাচ্ছে, ভারতে এই ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে হতে পারে।ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনের পিছনের অংশে।ইনফিনিক্সের এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।