এখন মুখ পরিষ্কার করতে সকলেই ফেসওয়াশ ব্যবহার করেন।
ফেসওয়াশের বদলে আপনি হেঁশেলের উপাদান দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।
আলু, লেবু, টমেটোর মতো উপাদানগুলো ত্বক পরিষ্কার করতে সাহায্য করে।
দুধ প্রাকৃতিক ক্লিনজার। কাঁচা দুধ মুখ বুলিয়ে নিন। তারপর মুখ ধুয়ে নিন।
মুখের উপর টমেটো ঘষতে পারেন। এতে ট্যান দূর হয়ে যায়। উজ্জ্বলতাও ফিরে পাবেন।
শুষ্ক ত্বক হলে এক চামচ মধুর সঙ্গে লেবুর রস মিশিয়ে মুখে লাগাতে পারেন।
আলুর রসও ত্বকের উপর লাগাতে পারেন। মিনিট পনেরো পর মুখ ধুয়ে ফেলুন।