বহু সংস্থা ও উদ্যোগপতি ব্যবসার জন্য বেছে নিয়েছেন Instagram-র প্ল্যাটফর্মকে।
ফেসবুকের পর এবার ইনস্টাগ্রামেও বন্ধ হতে চলেছে লাইভ শপিংয়ের সুবিধা।
Meta-র তরফে জানানো হয়েছে, আগামী 16 মার্চ থেকে ফিচারটি উঠিয়ে দেওয়া হবে।
কোনও বিক্রেতা তাঁদের পণ্য ইনস্টাগ্রামের Live Broadcasts-এ ট্যাগ করতে পারবেন না।
তবে এখনও ইনস্টাগ্রামের মাধ্যমে দোকান চালাতে পারবেন উদ্যোগপতিরা।
অন্যান্য সমস্ত কিছু লাইভ ব্রডকাস্টের ক্ষেত্রে যা যা করা যেত, সবকিছুই অক্ষুন্ন থাকছে।
শপিংয়ের জন্য অ্যাপের হোম স্ক্রিনে যে ট্যাবটি ছিল, সেটিও সরিয়ে নেওয়া হচ্ছে।