ইনস্টাগ্রামে আসতে চলেছে নতুন সাবস্ক্রিপশন ফিচার। 

কনটেন্ট ক্রিয়েটররা যাতে ইনস্টাগ্রামের মাধ্যমে মাসিক ভিত্তিতে অর্থ উপার্জন করতে পারেন, সেই জন্যই চালু হচ্ছে এই নতুন সাবস্ক্রিপশন ফিচার।

ইনস্টাগ্রামের অ্যাপেল অ্যাপ স্টোরের তালিকায় ভারত এবং আমেরিকার জন্য এখন In-App Purchases section- এর আওতায় একটি ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন ক্যাটেগরি দেখাচ্ছে।

ভারতেও অ্যাপ স্টোরে এই ফিচার চালু হয়েছে। সেক্ষেত্রে মাসিক খরচ ৮৯ টাকা।

ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ অবশ্য তাঁদের নতুন সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেননি।