শ্রীকৃষ্ণের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবীর ভাবধারার পালন করা হয় রাস পূর্ণিমা উত্‍সব।

কার্তিক মাসের এই পূর্ণিমাতেই ভগবান কৃষ্ণ বৃন্দাবনে রাধা-সহ সখীদের রাসলীলায় মেতেছিলেন।

শ্রীশ্রীচৈতন্যমহাপ্রভু পরবর্তীকালে এই উত্‍সব মহোত্‍সবে পরিণত করেন।

রাস হল একধরনের বৃত্তাকার নাচ, যেখানে ৮, ১৬, ৩২ জন মিলে পরিবেশন করেন।

কথিত আছে, রাস কথাটি এসেছে রস থেকে। রস মানে আনন্দ, দিব্য প্রেম, আনন্দ, অমৃত।

শ্রীকৃষ্ণ, শ্রীরাধা ও গোপিনীদের লীলা খেলা। পশ্চিমবঙ্গে রাস পূর্ণিমার উত্‍সব পালন হয় নবদ্বীপে।