iPhone 11 লঞ্চ হয়েছে অনেক বছর হতে চলল।
বাজারে এখন iPhone 14 এসে গিয়েছে, iPhone 15 সিরিজ় লঞ্চের তোড়জোড় চলছে।
এর মধ্যেই Flipkart-এ iPhone 11-র দাম ব্যাপক কমে গিয়েছে।
ফোনটির 128GB স্টোরেজ মডেলের দাম 48,900 টাকা।
6% প্রাথমিক ছাড়ের পর ফোনের দাম হয়ে যাচ্ছে 45,499 টাকা।
তবে সবথেকে বড় অফারটি পাবেন পুরনো ফোন এক্সচেঞ্জ করলে।
হ্যাঁ, অ্যান্ড্রয়েড হোক বা আইফোন আপনি যা-ই এক্সচেঞ্জ করবেন, 30000 টাকার অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন।
তার ফলে iPhone 11 128GB স্টোরেজ মডেলের দাম হয়ে যাচ্ছে মাত্র 15,499 টাকা।