অ্যামাজন এবং ফ্লিপকার্টে দাম কমেছে আইফোন ১২ ও আইফোন ১২ মিনি- র।
ফ্লিপকার্টে ১০ হাজার টাকার বেশি দাম কমেছে এই দুই ফোনের।
একইভাবে অ্যামাজনেও আইফোন ১২ এবং আইফোন ১২ মিনির দাম ১০ হাজার টাকার বেশি কমেছে।
আইফোন ১২ এবং আইফোন ১২ মিনি এই দুটি ফোনেই রয়েছে অ্যাপলের বায়োনিক চিপ।
প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত সস্তা হয়েছে ফোন দুটি, যদিও তা নির্ভর করছে বিশেষ মডেলের উপরে।