বছরের শেষ সেল নিয়ে শুরু হয়েছে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ়। আইফোনের একাধিক মডেলে মিলবে আকর্ষণীয় ছাড়।
বছর শেষে ফ্লিপকার্টের এই সেলে আইফোন ১৩ মডেলে ১৯,৪৪৫ টাকা ছাড় রয়েছে।
১৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ় সেল, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।
বছর শেষে ফ্লিপকার্টের এই পাঁচ দিনের এই সেলেই হরেক ব্র্যান্ডের স্মার্টফোনে আপনি পেয়ে যাবেন লোভনীয় কিছু ছাড়।
আইফোন ১৩- র সঙ্গে আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো মডেলেও ফ্লিপকার্টের এই সেলে রয়েছে ব্যাপক ছাড়।