আইফোন ১৩ সিরিজের পর এবার আইফোন ১৪ সিরিজ লঞ্চ করবেন অ্যাপেল কর্তৃপক্ষ। 

আইফোন ১৪ সিরিজের বিভিন্ন ফোনের সম্পর্কে এ যাবৎ যা যা জানা গিয়েছে সেগুলো দেখে নেওয়া যাক একঝলকে। 

চলতি বছরের শেষে বা পরের বছর হয়তো লঞ্চ হবে আইফোন ১৪ সিরিজ। 

শোনা যাচ্ছে, আইফোন ১৪ সিরিজে হয়তো মিনি মডেলের পরিবর্তে থাকবে ম্যাক্স মডেল। 

বেটার ক্যামেরা, পাঞ্চ-হোল ডিসপ্লে এবং উন্নত চিপসেট থাকতে পারে আইফোন ১৪ সিরিজের ফোনে।