আইফোন ১৪ সিরিজে 'মিনি' মডেলের বদলে থাকতে পারে 'ম্যাক্স' মডেল।
আইফোন ১৪ ম্যাক্স ফোন চলতি বছর সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহে লঞ্চ হতে পারে ভারতে।
ভারতে আইফোন ১৪ ম্যাক্স মডেলের দাম ৭০ হাজার টাকার একটু বেশিই হতে পারে।
ডিজাইনের দিক থেকে আইফোন ১৪ ম্যাক্স ফোনের সঙ্গে আইফোন ১৩- র অনেক মিল থাকবে বলে শোনা যাচ্ছে।
তবে আইফোন ১৩ সিরিজের তুলনায় উন্নত ব্যাটারি ও প্রসেসর থাকতে পারে আইফোন ১৪ ম্যাক্স মডেলে।