আইফোন এসই ৩ মডেলে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, দেখে নেওয়া যাক।
শোনা যাচ্ছে, আইফোন এসই ৩ মডেলে এলসিডি ডিসপ্লে থাকতে পারে।
আইফোন এক্সআর মডেলের মতো ডিজাইন, ডিসপ্লেতে নচ থাকতে পারে আইফোন এসই ৩ মডেলে।
নতুন আইফোন এসই ৩ মডেলে ৫জি কানেক্টিভিটি থাকারও সম্ভাবনা রয়েছে।
আইফোন ১৩ সিরিজের মতো আইফোন এসই ৩ মডেলেও থাকতে পারে এ১৫ বায়োনিক চিপসেট।