১) দিল্লি ক্যাপিটালস এ বারের মেগা নিলামের পর দিল্লি ক্যাপিটালসের দল সব থেকে মজবুত হয়েছে মনে করছে ক্রিকেটমহল। ডেভিড ওয়ার্নারকে দলে টেনে নিয়ে দিল্লি পরিষ্কার করে দেয় ওপেনিং স্লটে পৃথ্বীর জুটি হতে চলেছেন ওয়ার্নার। ২০২০ সালে ট্রফির এক্কেবারে কাছে এসেও স্বপ্নপূরণ হয়নি দিল্লির। এ বার নতুন মরসুমে ট্রফি দিল্লি শিবিরে আনার চেষ্টায় রয়েছেন পন্থরা।

২) পঞ্জাব কিংস এ বারের নিলামে সব থেকে বেশি টাকা হাতে নিয়ে নেমেছিল পঞ্জাব। ধাওয়ান, বেয়ারস্টো, মায়াঙ্ক, লিভিংস্টোন এবং শাহরুখ টপ অর্ডারে ভরসা দেওয়ার পাশাপাশি, প্রতিপক্ষ দলকে এই লাইনআপ চাপে ফেলে দেওয়ার ক্ষমতাও রাখে। রিটেনশনে তারা মাত্র দু'জনকে রেখে ঢেলে সাজিয়েছে দল। ফলে তারা নিলাম থেকে ভালো দল সাজানোর দিকে দু'নম্বরে রয়েছে।

৩) রাজস্থান রয়্যালস এ বারের আইপিএল নিলামে রাজস্থান বেশ ভালো প্লেয়ারদের কিনতে পেরেছে পিঙ্ক আর্মি। যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন ও ট্রেন্ট বোল্টের মতো বোলিং আক্রমণ যে কোনও দলকে শক্তিশালী করে। সঞ্জুর দলে বাটলার, স্টোকস এবং ক্যাপ্টেন নিজেই রয়েছেন ব্যাটিং বিভাগে ভরসা দেওয়ার জন্য।

৪) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এ বারের নিলামটা আরসিবির জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এখনও পর্যন্ত এক বারও আইপিএল ট্রফি হাতে তুলতে পারেননি বিরাটরা। ফাফ দু'প্লেসি দলে টেনে, হর্ষল প্যাটেলকে ফিরিয়ে ফের এক নতুন সফর শুরু করার অপেক্ষায় রয়েছে আরসবি।

৫) মুম্বই ইন্ডিয়ান্স ভবিষ্যতের কথা ভেবে বড়সড় বিনিয়োগ করতে দেখা গিয়েছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। টাইমাল মিলস তাদের জন্য ব্যাকআপ পেসার। আবেশ খান এবং কার্তিক ত্যাগীকে সহজেই ছেড়ে দিতে দেখে অনেকেই হতাশ হয়েছেন। কারণ তাদের ভারতীয় বোলিং ইউনিট সেভাবে খাতায় কলমে উজ্জ্বল দেখাচ্ছে না।

৬) চেন্নাই সুপার কিংস সিএসকে তাদের পুরনো প্লেয়ারদের ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। কিছুক্ষেত্রে (দীপক চাহার, রবীন উথাপ্পা, অম্বাতি রায়ডু) সফল হয়েছে। নিলাম টেবলে কোনও দ্বন্দ্বের মধ্যে দেখা যায়নি মাহির দলকে। শান্ত ভাবেই নিজেদের পরিকল্পনাকে সফল করার চেষ্টা করতে দেখা গিয়েছে।

৭) লখনউ সুপার জায়ান্টস তিন সুপারস্টারকে (কেএল রাহুল, রবি বিষ্ণোই, মার্কাস স্টোইনিস) নিলামের আগেই বেছে নিয়েছিল তারা। এর পর গৌতম গম্ভীরের নেতৃত্বে নিলাম টেবলে বেশ শান্ত ও ধীরস্থির ভাবে বিড করতে দেখা যায় লখনউকে। প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'ককে দলে নেওয়া লখনউয়ের সব থেকে বড় অ্যাডভান্টেজ।

৮) কলকাতা নাইট রাইডার্স এ বারের আইপিএলের নিলামটা কেকেআরের নিলামের ইতিহাসে সব থেকে খারাপ হয়েছে। বলছে ক্রিকেটমহল। নিলামে শ্রেয়স আইয়ার ছাড়া সেভাবে কোন প্লেয়ারকে নেবে তা নিয়ে যেন স্পষ্ট ধারণাই ছিল না নাইটদের। তবে প্যাট কামিন্সকে ফিরিয়ে তারা দলের বোলিং বিভাগকে ভরসা দেওয়ার চেষ্টা করেছে।

৯) সানরাইজার্স হায়দরাবাদ নিলামে শুরুটা ভালো করেনি অরেঞ্জ আর্মি। মার্কি প্লেয়ারদের জন্য বিড করেনি তারা। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারদের নেওয়ার দিকে আগ্রহ দেখিয়েছিল তারা। মিডল অর্ডারের জন্য ব্যাটার বাছাইয়ে তাদের পরিকল্পনা বেশ দূর্বল ছিল বলেই চোখে পড়েছে।

১০) গুজরাত টাইটান্স নিলামের শেষ কয়েক ঘণ্টা অবধি তাদের কাছে উইকেটকিপার ছিল না। উইকেটকিপারের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া মিডল অর্ডারের দিকে দেখলে, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার থাকায় তাঁদের ওপর চাপটা বেশি থাকবে। নতুন ফ্র্যাঞ্চাইজি হওয়ায় তাদের নিলাম পরিকল্পনাতে কমতি ছিল। এমনটাই বলছে ক্রিকেটনমহল।