e iQoo 10 Pro-র আত্মপ্রকাশ, 200W ফাস্ট চার্জিং, ভাবা যায়! – TV9Bangla

iQoo এই প্রথম এমন একটা স্মার্টফোন নিয়ে এল যা 200W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সদ্য লঞ্চ হওয়া iQoo 10 Pro ফোনে দেওয়া হয়েছে 200W ফাস্ট চার্জিং। 

অত্যন্ত শক্তিশালী একটি 4,700mAh ব্যাটারি থাকছে। 

মাত্র 10 মিনিটেই 100% চার্জ করে ফেলতে পারে ফোনটি। 

এই iQoo 10 Pro চালিত হবে একটি Qualcomm Snapdragon 8+ Gen 1 চিপসেটের সাহায্যে। 

এই ফোনে রয়েছে একটি Quad HD+ ডিসপ্লে।