ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও ৯ সিরিজ লঞ্চ হবে আগামী ৫ জানুয়ারি।
আইকিউওও ৯ এবং আইকিউওও ৯ প্রো ফোন লঞ্চ হতে পারে এই সিরিজে।
আইকিউওও ৯ সিরিজের দুই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকতে পারে।
১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে আইকিউওও ৯ সিরিজের দু'টি স্মার্টফোন।
৪৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে আইকিউওও ৯ সিরিজের দু'টি স্মার্টফোন।