আগামী ২০ ডিসেম্বর চিনে লঞ্চ হবে iQoo Neo 5 SE ফোন।
এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকবে বলে জানিয়েছে iQoo সংস্থা।
iQoo সংস্থার এই নতুন ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটিংস থাকবে।
iQoo Neo 5 SE ফোনের সঙ্গে একই দিনে চিনে লঞ্চ হবে iQoo Neo 5S ফোন।
এই স্মার্টফোনে মিডিয়াটেক Dimensity ১২০০ প্রসেসর থাকতে পারে বলে শোনা গিয়েছে।