ভিভোর সাব-ব্র্যান্ড iQoo তাদের নিও সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

জানা গিয়েছে, iQoo নিও সিরিজে লঞ্চ হতে চলেছে iQoo Neo 5s এবং iQoo Neo 6 SE।

কিন্তু iQoo নিও সিরিজের এই দুই ফোন কবে লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি।

অনুমান প্রাথমিক ভাবে হয়তো চিনেই লঞ্চ হবে এই দুই নতুন স্মার্টফোন। তারপর আত্মপ্রকাশ করবে আন্তর্জাতিক বাজারে।

iQoo কর্তৃপক্ষ এখনও এই দুই ফোনের লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেননি।