সম্ভবত আগামী সপ্তাহেই ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও নিও ৬ স্মার্টফোন।
আইকিউওও সংস্থা এই প্রথম তাদের নিও মডেল লঞ্চ করতে চলেছে ভারতে।
ভারতে আইকিউওও নিও ৬ ফোনের দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে।
একটি মডেলে স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর থাকতে পারে।
অন্য মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৭০+ প্রসেসর।